অক্সিজেনের অপচয় ঠেকাতে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্যদফতর। অক্সিজেনের যথাযথ ব্যবহার এবং কোনওভাবেই যাতে অপচয় না হয়, তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নির্দেশিকায় হাসপাতালগুলোকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত হাসপাতালে অক্সিজেন মজুত-সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট করতে হবে। এই সংক্রান্ত বিষয় দেখাশোনার দায়িত্ব থাকবেন একজন সহকারী সুপার। নির্দেশিকা অনুযায়ী অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও নির্দিষ্ট করতে হবে। এই দায়িত্বে থাকবেন একজন নার্স। এছাড়াও রাজ্য সরকার যে পোর্টাল চালু করেছে, সেখানে কত জন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে, সে বিষয়ে সমস্ত তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট হাসপাতালের নিয়োজিত ওই আধিকারিককে।