বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় রাতের অন্ধকারে এই ঘটনায় বিজেপির পাশাপাশি আতঙ্কে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকা। এই ঘটনায় বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেছে তৃণমূলের উপর। জানা গেছে বুধবার রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ইন্ডোর স্টেডিয়ামের পাশে আচমকাই বিজেপির দুই কর্মী অনিত দাস এবং কৃষ্ণেন্দু সূত্রধরের বাইক আটকে দেয় কয়েকজন যুবক। বিজেপির অভিযোগ ওই দুই বিজেপি কর্মীদের রাতের অন্ধকারে মারধর করা হয়। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অনিত দাস। আক্রান্ত ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল। তাঁর অভিযোগ অনুষ্ঠান বাড়ির থেকে ফেরার সময় ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ইনডোর স্টেডিয়ামের কাছে অতর্কিতে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। তিনি বলেন বাগডোগরাতেও তাদের এক কর্মীর উপর আক্রমন হয়েছে।এভাবে আমাদের ওপরে হামলা করে দমিয়ে রাখা যাবে না।
তৃনমূল কংগ্রেসের তৃনমূলের মুখপাত্র বেদব্রত দত্ত জানান যে বাগডোগরায় যে ঘটনাটি ঘটেছে তা বিজেপির দলীয় কোন্দল।তিনি বলেন ইন্ডোর স্টেডিয়ামের সামনে একটি ঘটনা ঘটেছে তা একজন মহিলার শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা একজনকে মারধোর করছে তবে সে যুব বিজেপির সহ সভাপতি কিনা তা জানা নেয়।