অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস

মন খারাপের মধ্য দিয়েই পালিত হল বিশ্ব পর্যটন দিবস । কোভিড পরিস্থিতিতে ছয়মাস ধরে বন্ধ পর্যটন। আনলক পর্বে ধীরে ধীরে পর্যটনকেন্দ্র গুলি খুললেও ছন্দে ফেরেনি উত্তরের পর্যটন। তাই মন খারাপের মধ্য দিয়েই অনাড়ম্বর ভাবে পালিত হল বিশ্ব পর্যটনদিবস । পর্যটন সংস্থা‌র কর্মী ও পর্যটকদের নিয়ে দিনটি পালন করলেন জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

জলপাইগুড়ি ট‍্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য
অলোক চক্রবর্তী বলেন, করোনা পরিস্থিতির জন্য বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি‌গ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। একেবারে স্তব্ধ হয়ে পড়া পর্যটন ব‍্যবস্থা‌কে এই মুহূর্তে নতুন আঙ্গিকে মেলে ধরার চেষ্টা চলছে। পর্যটন শিল্প‌কে ফের বাঁচিয়ে তোলার জন‍্য বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট খোলার সরকারি অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে‌‌ই বিভিন্ন পর্যটন কেন্দ্র‌গুলো‌ও খুলে গেছে।পর্যটন শিল্পের মন্দা পরিস্থিতি ফেরাতে ও পর্যটকদের আকর্ষণ বাড়াতে এখন নানাভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সংস্থার কর্মী‌রাও নতুন উদ‍্যোমে কাজে নেমে পড়েছে‌ন। জলপাইগুড়ি জেলা‌য় এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ।