অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

সোমবার রাত থেকেই অতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে সোমবার সন্ধ্যায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনি কাজ করছে না। গতকাল দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা হ্রাস পেলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ক্রমশ খারাপ হচ্ছে কিডনিও।

হাসপাতালসূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তের প্লেটলেট ও হেমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। ৮৫ বছরের অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ৪০ শতাংশেরও কম। অভিনেতার চিকিৎসকদলের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। গত ৬ অক্টোবর বাংলার অভিনয় জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।