অটোচালকের মেয়ে মিস ইন্ডিয়ায় রানার্স!

প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন৷ বলে দিলেন ‘কাঁচের ছাদ এবার কাঁপবে৷’ অর্থাৎ মানুশি একেবারে বলেই দিলেন এই গ্ল্যামার ওয়ার্ল্ডে অভিজাতদের আধিপত্যের দিন শেষ৷মনসা বারাণসী তেলেঙ্গনার ইঞ্জিনিয়ার VLCC Femina Miss India 2020-র বিজয়িনী ঘোষিত হলেন৷ হরিয়ানার মনিতা শিখন্ড হলেন মিস গ্র্যান্ড ইন্ডিয়া হলেন আর সব লাইমলাইট ছিনি নিলেন মান্য সিং যিনি সৌন্দর্য্য প্রতিযোগিতায় রানার্স আপ হলেন৷ উত্তরপ্রদেশে তাঁর বাবা রিকশা চালকের কাজ করতেন৷ অসংখ্য বিনিদ্র রজনী এবং অপরিসীম পরিশ্রমের ফসল একেবার হাতেনাতে পেলেন মান্য৷ এই সাফল্যের পথে হাঁটতে কী অপরিসীম লড়াই তাঁকে করতে হয়েছে তা নিজেই জানিয়েছেন মান্য৷ মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সেই লড়াইয়ের গল্প বলে আরও মেয়েদের মধ্যে লড়াইয়ের রসদ দিলেন তিনি৷