৯এমএম পিস্তল সহ ধৃত এক

শিলিগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার ৯এমএম পিস্তল সহ এক ব্যক্তিকে । জানা গিয়েছে, ধৃতের নাম দেবানন্দ যোশী। এবং তার বয়স ৫২।

  এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্ট জোনের এসিপি স্বপন সরকার বলেন, অভিযুক্ত শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা বিভাগের সূত্র অনুযায়ী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের থেকে উদ্ধার করা হয় ৯এমএম পিস্তল। পুলিশ সূত্রে খবর, এই পিস্তল নেপালে রপ্তানি করার উদ্দেশ্য ছিল ধৃতের।

অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। খুব তাড়াতাড়ি ধৃতকে পুলিশ হেপাজতে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ বলেই জানা গিয়েছে।