৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ

সমস্ত পার্টিসিপেটিং প্রোডাক্টগুলির উপর সর্বমোট ৭৮৮ কোটি টাকার বোনাস ঘোষণা করল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। ৩১ মার্চ ২০২০-এর মধ্যে যে সকল পার্টিসিপেটিং পলিসি চালু হয়েছে সেগুলি এই বোনাস পাওয়ার যোগ্য এবং তা সেগুলির গ্যারান্টেড ম্যাচ্যুরিটি অথবা ডেথ বেনিফিটের সঙ্গে যুক্ত হবে। ২০২০ আর্থিক বছরে ঘোষিত বোনাস গত আর্থিক বছরের বোনাসের তুলনায় ১৫% বেশি এবং যা ৯ লক্ষ পলিসিহোল্ডারদের তাদের আর্থিক লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই নিয়ে টানা ১৪ বছর কোম্পানি বোনাস ঘোষণা করল, যা দীর্ঘমেয়াদি পলিসিহোল্ডারদের কাছে মূল্যবান।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এন এস কান্নান জানান, পলিসিধারকগণ তাদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য কোম্পানির উপর ভরসা করেন। ২০২০ আর্থিক বছরের জন্য ঘোষিত ৭৮৮ কোটি টাকার বোনাস তাদের এই লক্ষ্যপূরণে সাহায্য করবে। গত বছর চালু করা প্রোডাক্ট ‘লক্ষ্য’ কম ঝুঁকি নিতে ইচ্ছুক গ্রাহকদের পক্ষে অত্যন্ত উপযুক্ত বলে মন্তব্য করেন তিনি।