২০২২ সালে মহাকাশে পাড়ি চন্দ্রযান ৩-এর

করোনার সংক্রমণের প্রভাব পড়েছিল মহাকাশ গবেষণার উপর। পিছিয়ে গিয়েছিল ভারতের চন্দ্রযান অভিযান। কিন্তু ফের একবার ‘মিশন টু মুন’-এর জন্য প্রস্তুতি নিচ্ছে ISRO। ২০২২ সালে বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ২০২২ সালেই এই চন্দ্রযান অভিযান শুরু করবে ভারত।

লোকসভায় একটি লিখিত জবাবে তিনি বলেন, ‘চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই সাবসিস্টেম রিয়েলাইজেশন, কনফিগারেশন চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক বিশেষ পরীক্ষা করার কাজও চলছে।’

করোনার জন্য চন্দ্রযান-৩ এর কাজ ব্যহত হয়েছিল। মহাকাশ গবেষণা বিষয়ক দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই অভিযানের জন্য বেশ কিছু কাজ বাড়িতে থেকেও করা সম্ভব ছিল। লকডাউনের সময় গবেষকরা বাড়িতেই সেই কাজ করছিলেন। আনলকডাউনের সময় থেকেই চন্দ্রযান-৩ কাজ ফের শুরু হয় এবং তা বাস্তবায়নের অত্যন্ত সমীপ পর্যায়ে রয়েছে। এর আগে ২০২১ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সেই সময় লকডাউন এবং করোনা পরিস্থিতি ISRO-র একাধিক প্রকল্পে প্রভাব ফেলেছিল।