১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

ডিজিটাল দুনিয়ায় আমরা প্রায় সকলেই হয়ে পড়ছি অ্যাপের ওপর নির্ভরশীল। পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে বাড়িতে বসেই। এবার বাড়ির দোরগোড়ায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ মাদক। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশ স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল। মিষ্টি তুলসী বলে ১ হাজার কেজি গাঁজা পাচার হয়েছে বলে অভিযোগ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা! তবে সংস্থার কতজন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা জানানো হয়নি। তবে দাবি করেছে, হাতে কিছু সূত্র রয়েছে, যার মাধ্যমে একটি মাদক চক্র শীঘ্রই ফাঁস হবে। অ্যামাজনের কাছ থেকে পাওয়া উত্তর এবং পুলিশের কাছে থাকা প্রমাণের ভিত্তিতে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে । ভিন্দের পুলিশ সুপার মনোজকুমার সিং জানান, ‘গত চার মাস ধরে ওরা অনলাইন কেনাকাটার মাধ্যমে নিষিদ্ধ মাদক কারবার চালিয়েছে।’ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্তে সহযোগিতা না করলে পদক্ষেপ নেওয়া হবে। তাঁর কথায়, ‘অ্যামাজনকে এই বিষয়ে তলব করা হচ্ছে। তবে তারা যথেষ্ট সহযোগিতা  করছে না। আমি সংস্থার এমডি এবং সিইও-কে এ ব্যাপারে অনুরোধ করছি সাহায্য করার জন্য। নাহলে অন্য পদক্ষেপ নিতে হবে।’

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর মধ্যপ্রদেশের ভিন্দি জেলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার হয়। সঙ্গে গ্রেপ্তার হয়েছিল দু’জন। অভিযুক্তরা অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইট থেকে গাঁজা অর্ডার করেছিল বলে দাবি। সেই গাঁজায় পরবর্তীতে খোলা বাজারে বিক্রির ছক কষেছিল তারা। নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের আওতায় অ্যামাজন ইন্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।