১৭ সেপ্টেম্বরের পর শুরু রাম মন্দির নির্মাণের কাজ

সম্প্রতি করোনা আবহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই অযোধ্যায় সম্পন্ন হয়েছে ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো। ভূমিপুজোর অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর সম্প্রতি মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন যে, আগামী ১৭ সেপ্টেম্বরের পর শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ।

তিনি জানিয়েছেন যে, শাস্ত্র অনুযায়ী, পিতৃপক্ষের সময় নিজেদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, তাই সেই সময়টা কোনও শুভ কাজ করা হয় না। আর ১৭ সেপ্টেম্বরই শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং সূচনা হচ্ছে দেবীপক্ষের। তাই তারপরই শুরু হবে মন্দির নির্মাণের কাজ।

দেশের দুটি সংস্থা সম্পূর্ণ বিনা খরচে মন্দির নির্মাণ করবে। মন্দির নির্মাণের আগে ভালো করে মাটি পরীক্ষা করে দেখবেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। আর মন্দির নির্মাণে যুক্ত থাকবে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। তবে, মন্দির নির্মাণ সংক্রান্ত গোটা বিষয়ের তত্ত্বাবধান করবে বিখ্যাত সংস্থা লারসেন অ্যান্ড টুবরো।