১২ঘণ্টার পারিশ্রমিকে ২৪ ঘণ্টা কাজ করছি”: ক্ষোভ উগরে দিলেন পুলিশকর্মী।

‌দিল্লির খুব কাছের অঞ্চল গ্রেটার নয়ডার একটি আবাসনকে সিল করতে গিয়ে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হল পুলিশকে। জানা গেছে ওই হাউসিং কমপ্লেক্সে বসবাসকারী একটি পরিবারের তিন সদস্যের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় গোটা আবাসন চত্বরকেই খালি করে দিতে সেখানে যান কিছু পুলিশ কর্মী। কিন্তু সুপারটেক ইকোভিলজ ওয়ান নামে ওই আবাসনের বাসিন্দারা পুরো কমপ্লেক্সটি সিল করার বিষয়ে রুখে দাঁড়ান। তাঁদের দাবি, হাউসিং কমপ্লেক্সের যে ভবনে কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গেছে কেবল সেই ভবনটিই সিল করা উচিত, বাকিগুলো নয়। সোমবার গভীর রাতে তোলা একটি ভিডিওতে দেখা গেছে যে পুলিশ কর্মীরা আবাসিক কমপ্লেক্সের গেটের বাইরে দাঁড়িয়ে বাসিন্দাদের তাঁদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁরা তা মানতে নারাজ। ওই কমপ্লেক্সের বাসিন্দারা যুক্তি দেন যে, বেশিরভাগ অফিসই আবার খুলে গেছে এবং তাদের অফিসে যেতে হবে, তাই বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।