করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ । করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্টেন্স মেনে শুরু হবে । সূত্রের খবর, তারজন্য প্ৰয়োজনীয় কাঠামো ও ব্যবস্থা তৈরি হচ্ছে । আইন সভার কক্ষ ছাড়াও লাইব্রেরী হলকে তৈরি রাখা হচ্ছে । দুটি কক্ষে ক্যাবল কানেকশনের মাধ্যমে যোগ করার ব্যবস্থা করা হচ্ছে ।দুটি কক্ষে প্রায় ১০টি স্ক্রিন রাখা হবে বিশ্বস্ত সূত্রের খবর।
জানা গিয়েছে মন্ত্রী ও সাংসদদের আলাদা আলাদা বসার জায়গা এবং যথেষ্ট দূরত্ব রেখে তাদের আসন রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্পিকার। করোনার কারনে কোনো পেপারও দেওয়া হবে না সাংসদদের বিকল্প ব্যবস্থা হিসেবে প্ৰত্যেক সাংসদকে পোর্টাল বা মেইল এ পাঠিয়ে দেওয়া হবে। এই অধিবেশনে কেন্দ্র প্রায় ১০টি গুরুত্বপূর্ণ বিল পাশ করতে লোকসভায় আনবে বলে জানা গেছে।