হড়কা বান, ধ্বসে বিচ্ছিন্ন পাহাড়ি এলাকা

তিনদিনের লাগাতার ভারী বৃষ্টিতে পাহাড়ে বিপর্যস্ত জনজীবন। আগাম ভারী বৃষ্টির পূর্বাভাস মতো পাহাড়ে টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের সড়কগুলি। গতকাল ধরে হড়কা বানে মিরিকের একাধিক জায়গায় জল জমেছে। পুরসভার বিভিন্ন জায়গায় বাড়ির ভিতর জল ঢুকে যাওয়ার খবর পাওয়া গেছে। রাস্তার ওপর দিয়ে জলের স্রোতে ভেঙে গিয়েছে সড়ক। ধ্বস নামার খবর মিলেছে একাধিক জায়গায়।


এদিকে কাল রাত থেকে চলা টানা বৃষ্টিতে সেবক থানা থেকে সেবকেশ্বরী কালি বাড়ির মাঝ এলাকায় ধস নামেচ্ছে । রাস্তায় ধস নামার কারণে ১০ ও ৩১ নম্বর জাতীয় সড়কে যোগাযোগ বন্ধ । এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা ।