হোয়াইট হাউসে থেকেই চালিয়ে চাকরি যাবেন জিল বাইডেন

২০০৯ সাল থেকে ২০১৭ সাল টানা ৮ বছর জো বাইডেন ছিলেন উপরাষ্ট্রপতি। আর সেই কারণেই টানা ৬৯ বছরের বাইডেন-পত্নী জিল বাইডেন ৮ বছর ছিলেন আমেরিকার সেকেন্ড লেডি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেন সাদা বাড়ির দখল নেওয়ার পর, তিনিই হলেন আমেরিকার ফার্স্ট লেডি।

পেশায় তিনি একজন অধ্যাপক। তবে তিনি জানালেন আমেরিকার ফার্স্ট লেডি হওয়ার পরেও তিনি চাকরি ছাড়ছেন না। হোয়াইট হাউসে থেকেই চালিয়ে যাবেন তাঁর চাকরি। তাঁর এই সিদ্ধান্ত আমেরিকার ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম।

দু-দুটো মাস্টার ডিগ্রী রয়েছে তাঁর ঝুলিতে। পেশায় তিনি ওয়াহো বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। ১৯৭৭ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় জিলের। সবকিছুতেই জো-র হাতে হাত রেখে পাশে থেকেছেন জিল। আর এ বার হোয়াইট হাউসেও জো-রই হাত ধরে তিনি এখন আমেরিকার ফার্স্ট লেডি।