আগামী সোমবার থেকে পুরসভার যে কোনও হেলথ সেন্টারে আধার কার্ড নিয়ে পৌঁছলেই বুকিং ছাড়াই করোনার টিকা পাবেন নাগরিকরা। ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের হোয়াটসঅ্যাপে বুকিং করে টিকা নেওয়ার পরিষেবা বন্ধ করে দিচ্ছে কলকাতা পুরসভা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং দুপুর দেড়টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ মিলবে বলে বুধবার জানিয়েছেন কলকাতার পুরসভার মুখ্য প্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রধানমন্ত্রী কেন্দ্রের হাতে সমস্ত মানুষকে টিকাকরণের দায়িত্ব নিয়ে নেওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যকে ভ্যাকসিন বিক্রি বন্ধ করে দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি। বিকল্প ব্যবস্থা না করে একতরফা সিদ্ধান্তে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করায় কলকাতা পুরসভার টিকার স্টক এদিন শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে এদিন শহরের ১০৩টি হেলথ সেন্টারে কোভিশিল্ডের টিকাকরণ বন্ধ ছিল। অবশ্য ৪১টি সেন্টারে কোভ্যাকসিন দেওয়া হয়েছে। বুধবার নতুন করে ভ্যাকসিনের স্টক আসায় বৃহস্পতিবার ফের পুরসভার সমস্ত সেন্টার থেকে টিকাকরণ চলবে। এখনও পর্যন্ত পুরসভা প্রায় ২২ লক্ষ মানুষকে টিকা দিয়েছে। পুরসভার মুখ্য প্রশাসক জানিয়েছেন, আরও ৪০ লক্ষ টিকা পেলে প্রায় সমস্ত শহরবাসীকে ভ্যাকসিনের দুটি করে ডোজ দেওয়া সম্ভব হবে।