হারিয়ে যাওয়া ফোন প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পুলিশের

এবারের বিজয়ার শুভেচ্ছা অন্যভাবে পালন করছে কোচবিহার জেলা পুলিশ। হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছে কোচবিহার পুলিশ।কোচবিহার থানার পুলিশ সূত্রে জানা গেছে এদিন প্রায় ৩৫ টি মোবাইল প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়।

এদিন সেখানে মোবাইল প্রদানের সময় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল থেকে শুরু করে জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, আইপিএস, জানিয়েছেন, এদিন জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।এদিকে হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রকৃত মালিকেরা। তারা কোচবিহার জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।