হাথরসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে যৌথভাবে মিছিল করল বাম-কংগ্রেস

উত্তরপ্রদেশের হাথরসের ধর্ষণকান্ডে উত্তাল দেশ। এবার সিলিগুড়িতে হাথরসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে যৌথভাবে মিছিল করল বাম-কংগ্রেস। এই মিছিলে এদিন বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীরা একসঙ্গে বিক্ষোভ মিছিলে পা মেলালেন।

আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস-বামফ্রন্টের জোটের কথা মাথায় রেখেই এই প্রতিবাদ মিছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। তারই রিহার্সাল শুরু হয়ে গেল শিলিগুড়িতে হাথরসের ঘটনার প্রতিবাদ মিছিলে। এই প্রতিবাদ মিছিলে এদিন সামনের সারিতে দেখা যায় কংগ্রেসের বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার এবং শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য।