হাইকোর্টের রায়ে ব্যারিকেড বসানোর প্রস্তুতি তুঙ্গে

কলকাতা: পুজো নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বহু পুজোমণ্ডপ ব্যারিকেড বসাতে শুরু করেছে। আবার কিছু পুজোমণ্ডপ আগে থেকেই সেই ব্যবস্থা করে রেখেছিল। করোনা আবহে পুজো হচ্ছে রাজ্যজুড়ে। তাই সংক্রমণ ঠেকাতে এটাই দাওয়াই। বাড়িতে থেকেই নিতে হবে পুজোর আনন্দ।

এই বিষয়ে উত্তর কলকাতার বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সচিব সহাল ঘোষ বলেন, ‘‌ ইতিমধ্যেই আমরা পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছি।’ পশ্চিম–প্রান্তে দেবদারু ফটকে ব্যারিকেড বসে গিয়েছে। একটি স্ক্রিনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে। সল্টলেকের এফডি ব্লক পুজোতেও বসে গিয়েছে ব্যারিকেড।