দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসকে ঠেকাতে এই লকডাউন জারি হওয়ায় মুখ থুবড়ে পড়েছে দেশীয় অর্থনীতি। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও আরও কিছু কিছু জিনিসের দোকান খোলার ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্টের আওতায় থাকা কিছু দোকান খোলা যাবে, এমনকী খোলা যাবে এলাকা ভিত্তিক দোকান বাজারও। তবে কোনওভাবেই শপিং মলগুলো খোলা যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি নতুন ওই নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক একথাও জানিয়েছে যে, ওই সমস্ত দোকান বাজার সেই সব অঞ্চলেই খোলা যাবে যেখানো করোনা সংক্রমণ নেই বললেই চলে। কোনও সংক্রামক এলাকা বা হটস্পটে একই ভাবে জারি থাকবে লকডাউনের কড়া বিধিনিষেধ, খোলা যাবে না কোনও দোকান বাজার।