স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

মুক্তমঞ্চে সমস্ত দেশের সামনে স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে বক্তব্য রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে স্যানিটারি ন্যাপকিন মহিলাদের জন্য সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার । জনৌষধি কেন্দ্রগুলি থেকে মাত্র ১ টাকাতেই পাওয়া যায় স্যানিটারি ন্যাপকিন। এবার এই প্রকল্প লক্ষ্যে বছরে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।

এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে দুঃস্থ মহিলাদের কাছে যাতে এই প্রকল্পের আওতায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়াই সরকারের প্রাথমিক লক্ষ্য। এই প্রকল্পে কোনো লাভ না রেখে মাত্র এক টাকাতে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।

এতদিন পর্যন্ত দেশের ছয় হাজার জনৌষধি কেন্দ্র থেকে এক টাকায় স্যানিটারি ন্যাপকিনের পেয়েছেন পাঁচ কোটি মহিলা। কিন্তু আগামী দিনে দেশের বেশিরভাগ মহিলাদের কাছে যাতে এই পরিষেবা পৌঁছে যায় সেজন্য উদ্যোগী কেন্দ্র।