স্মার্টফোনে বন্যার খবর দেবে গুগল

এবছরের মরশুমে বিহার, উত্তরপ্রদেশ ও আসামের মতো বেশ কয়েকটি রাজ্য বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) সঙ্গে যুক্ত হয়ে গুগল ইন্ডিয়া বিগত কয়েক মাস ধরে বন্যার পূর্বাভাস দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে অনেক মানুষের কাছে সতর্কতার বার্তা পৌঁছে দিয়েছে। এইসব সতর্ক-বার্তায় নিরাপত্তার জন্য ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য থাকে টাইমলি, আপডেটেড ও ক্রিটিক্যাল ইনফর্মেশন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বাসিন্দারা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘লোকেশন সার্ভিস’ ব্যবহার করে এই সতর্ক-বার্তা পেতে পারেন। ব্যবহারকারীর অবস্থানের ভিত্তিতে বর্তমানে গুগল ইন্ডিয়া এইসব বার্তা দিচ্ছে ইংরেজি, হিন্দি ও বাংলাতে। শুধু ‘সার্চ’ ব্যবহার করেও সংশ্লিষ্ট অঞ্চলের বন্যা-সম্পর্কিত সংবাদ পাওয়া যেতে পারে। যদি সংশ্লিষ্ট অঞ্চলটিতে বর্তমানে বন্যা পরিস্থিতি থাকে তাহলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে জলস্তরের ওঠা-নামা, বর্তমান অবস্থা ও পরবর্তী দিনের পূর্বাভাস ও প্রয়োজনীয় নির্দেশাবলী জানা যাবে। বিশদে জানার জন্য গুগল ম্যাপ থেকে সব তথ্য পাওয়া যাবে। মানুষের সহায়তার জন্য টেকনোলজি ব্যবহারের ব্যাপারে গুগল ইন্ডিয়া নিষ্ঠাসহকারে কাজ করে চলেছে এবং সকলে যাতে ঠিকসময়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পেতে পারেন সেজন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সেই কাজ চালিয়ে যাবে।