স্মাইল ট্রেন ইন্ডিয়ার উদ্যোগ

স্মাইল ট্রেন ইন্ডিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি মউ স্বাক্ষরের ফলে উভয়ের সহযোগিতার মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি হল। এই সহযোগিতার দ্বারা ২০১৩ সাল থেকে ৩০০০-এরও বেশি কাটাঠোঁট নিয়ে জন্মানো ছেলেমেয়ে বিনামূল্যে সার্জারির সুযোগ পেয়ে উপকৃত হয়েছে। 

তিনবছর মেয়াদী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাটাঠোঁট যুক্ত ছেলেমেয়েদের সনাক্ত করবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম মোবাইল হেলথ টিম। বিভিন্ন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তাদের চিহ্নিতকরণের পর তাদের নাম পাঠানো হবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের (ডেপুটি সিএমওএইচ III) কাছে। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তাদের পাঠাবেন নিকটবর্তী স্মাইল ট্রেন ইন্ডিয়া পার্টনার হসপিটালে। সেখানে বিনামূল্যে তাদের কাটাঠোঁটের সার্জারি হবে ও সার্জারির পরবর্তী পরিষেবাও দেওয়া হবে। 

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ‘ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস’ ডাঃ অজয় চক্রবর্তী জানান, স্মাইল ট্রেন ইন্ডিয়া এনজিওর সঙ্গে তাদের সম্পর্ক প্রথম থেকেই সফল। ২০১৩ সাল থেকে এপর্যন্ত কাটাঠোঁট নিয়ে জন্মগ্রহণ করা ৩ হাজারেরও বেশি ছেলেমেয়েকে বিনামূল্যে নিরাপদ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর আশা, পরবর্তী তিনবছরে তারা একসঙ্গে কাজের মাধ্যমে আরও অনেক কাটাঠোঁটযুক্ত ছেলেমেয়ের উপকারে আসতে পারবেন।