স্বস্তি মিলল দেশের নিম্নমুখী করোনায় মৃত্যুর সংখ্যায়

আবার আজ কিছুটা স্বস্তি দিলেও দেশের করোনা সংক্রমণের সংখ্যা, সাথে নিম্নমুখী দেশের করোনায় মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। যা গতকাল ছিল চল্লিশ হাজারের ঊর্দ্ধে। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। আক্রান্ত কম হতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৯৬৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। 

অন্যদিকে, দেশে টিকাকরণও এগোচ্ছে দ্রুতগতিতে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের ৭২ কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই করোনা টিকা পেয়েছেন। মোট সংখ্য়া ৭২ কোটি ৩৭ লক্ষ ৮৪ হাজার ৫৮৬। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যত দ্রুত সম্ভব সকলের হাতে লড়াইয়ের হাতিয়ার তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। 

এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা। সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল DCGI। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা।