স্বস্তির চিহ্ন সংক্রমণের সংখ্যায়

করোনা টেউয়ের দাপটের সঙ্গে মোকাবিলায় এগিয়ে বাংলা। রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে সোমবার আরোগ্যের দিকে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। ৭৬ দিন অর্থাৎ আড়াই মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচে। রাজ্যে সংক্রমণের পরিসংখ্যানে রেকর্ড পতন। মৃত্যুর সংখ্যাও নামল ৫০-এর নীচে। রাজ্যে একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হল। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে রাজ্যবাসীকে। তবে সাবধান করছেন চিকিৎসকেরা। সামান্য বেলাগাম হলেই বদলে যাবে চিত্র। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৩, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ।