করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে স্বস্তির খবর কোভ্যাকসিনের পর আজ রাজ্যে আসছে প্রায় সাড়ে ৭ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন। এর মধ্যে সাড়ে ৩ লক্ষ কোভিশিল্ড সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে সরাসরি কিনেছে রাজ্য সরকার। বাকি ৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন কেন্দ্র পাঠাচ্ছে রাজ্যে। আজই কলকাতায় পৌঁছবে এই ভ্যাকসিন। সম্প্রতি রাজ্য সরকার ৩ লক্ষ ৬৬ হাজার কোভ্যাকসিন এবং ১৪ লক্ষের বেশি কোভিশিল্ডের বরাত দেয়। উল্লেখ্য, গতকালই রাজ্যে এসেছে ১ লক্ষ কোভ্যাকসিন। তবে, ভ্যাকসিন এলেও, রাজ্যে ভ্যাকসিন সঙ্কট অব্যাহত।