ভোপাল: করোনা মহামারির মধ্যে দরিদ্র রাস্তার বিক্রেতাদের সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ১ জুন প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনিধি যোজনার আওতায় ব্যাংক থেকে রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হচ্ছে।
এই নিয়ে বিক্রেতাদের সঙ্গে বুধবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী । প্রায় এক লাখেরও বেশি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। এই যোজনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। অনুষ্ঠান চলাকালীন হাজির থাকবেন শিবরাজ সরকারের সমস্ত মন্ত্রীরাও।
সারা দেশ থেকে যত সংখ্যক মানুষ এই স্কিমে আবেদন করেছে, তার মধ্যে মহারাষ্ট্রে সংখ্যাটা সবচেয়ে বেশি। বলা হয়েছে, মোট আবেদনকারীদের মধ্যে ২.৪৫ লক্ষ বিক্রেতা এই স্কিমের মাধ্যমে লোনের জন্য উপযুক্ত ছিল। এদের মধ্যে প্রায় ১.৪ লক্ষ বিক্রেতাকে মোট ১৪০ কোটি টাকা লোন হিসেবে দেওয়া হবে।