স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলার জন্য নয়া গাইডলাইন জারি করল৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস ৯ থেকে ১২ অবধি ক্লাসের জন্য৷ কনটেইনমেন্ট জোনে নেই এমন স্কুলগুলি খোলারই শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে৷ নিজেদের পাঠ্যক্রম থেকে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে আবার সুরক্ষাও যাতে বজায় থাকে সেই সবদিকেই রাখা হয়েছে নজর৷ MHA এক নির্দেশিকা জারি করল যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস রয়েছে৷

যেভাবে হোক প্রত্যেক পড়ুয়ার মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ বায়োমেট্রিক্স উপস্থিতি রেজিস্ট্রেশনের বদলে স্কুলগুলিতে যাতে অন্যভাবে উপস্থিতি নেওয়া হয় তার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষদের৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে৷ পাশাপাশি নিয়মিত ব্যবধানে সাবান দিয়ে হাত ধুতে হবে৷ স্কুলের মধ্যে সুইমিং পুল থাকলে কোনওভাবেই তা খোলা যাবে না৷ MoHFW নির্দেশিকা মেনে স্কুলের জিম খোলা যেতে পারে৷ পাশাপাশি সমস্ত জায়গাকে নিয়মিত জীবাণুমুক্ত করার কাজও করতে হবে৷