সোমবার থেকে চালু হবে তথ্যপ্রযুক্তি সংস্থা, তবে পঞ্চাশ শতাংশের বেশি কর্মী নয়

২০ এপ্রিল থেকে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি (IT Firms) কাজ শুরু করতে পারে। তবে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে। এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্র (Central Goverment)। তবে এখুনি অর্ধেক তথ্যপ্রযুক্তি কর্মী কর্মক্ষেত্রে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে না। লকডাউন (Lockdown) আংশিক ওঠার বিষয়ে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন। ‘বায়োকন’ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ ওই বৈঠক সম্পর্কে জানিয়েছেন, ‘‘এটা অত্যন্ত জরুরি বৈঠক ছিল। ২০ এপ্রিল থেকে কিছুটা অর্থনৈতিক সক্রিয়তা দেখা যাবেয় আপনারা জানেন তথ্যপ্রযুক্তি অত্যন্ত জরুরি ক্ষেত্র। পুলিশ যে পাস ব্যবস্থা চালু করেছে তা ভালই কাজ করেছে। এটা বাড়ানো হবে। তবে অতিরিক্ত পাস দিতে হবে এই ছাড় দেওয়ার পরে। আমরা অবশ্য খুব বেশি গাড়িকে অনুমতি দেব না। সমস্ত সংস্থাগুলি যারা নিজেদের কর্মীদের সাইটে ফেরাতে চায় তারা অবিলম্বে বিএমটিসি বাসগুলির সঙ্গে যোগাযোগ করুক।”