সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন জিয়া খানের মা

সুশান্ত সিং রাজপুত মাত্র ৩৪ বছর বয়সেই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তবে সেই সঙ্গে নাড়িয়ে দিয়ে গেছেন বহু মানুষের মন, যেন হঠাৎ করেই বন্ধ দরজা খুলে সামনে আসতে চাইছে বহু অজানা রহস্য।বহু অভিনেতা আজ মন খুলে নিজেদের মানসিক অবসাদের কথা স্বীকার করছেন, অভিযোগের আঙুল উঠেছে বেশ কিছু সেলেবদের দিকে।অন্যদিকে মুখ খুলেন জিয়া খানের মা, যেন উঠে আসতে চাইছে আর এক  মৃত্যু রহস্য।জিয়া খানের মা রাবিয়া আমিন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর মতে সূরজ পাঞ্চালিকে বাঁচানোর জন্য সলমান খান নিজের ক্ষমতার ব্যবহার করেছেন।