দেশে না ফেরার জন্যে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত থেকে পলাতক লিকার ব্যারন, ব্যাংকের অনাদায়ী ঋণে অভিযুক্ত বিজয় মালিয়া। লকডাউনের মাঝেই করোনা পরবর্তী আর্থিক সংকটের সমাধানে কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রশংসা করেছিলেন মালিয়া। সেইসঙ্গেই জানান, দেশের অর্থনীতির এই কঠিন সময় তিনি তাঁর সমস্ত ঋণ শোধ করতে চান। এহেন পরিস্থিতিতে হঠাতই সুপ্রিম কোর্ট থেকে গায়েব হয়ে গেল বিজয় মালিয়া মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। আদালত অবমাননা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অভিযুক্ত বিজয় মালিয়া যে আবেদন করেছিলেন, সেই মামলার বেশ কিছু তথ্য ছিল ওই সমস্ত নথিতে।
নির্দেশ অবমাননার জন্যেও ২০১৭ সালে বিজয় মালিয়াকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। ওই রায়ের বিরুদ্ধে ওই বছরই ১৪ জুলাই রিভিউ পিটিশন দায়ের করেন মালিয়া। এই মামলারই শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা ছিল বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে। কিন্তু শুনানির সময়ই হঠাত দেখা যায় মালিয়ার আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি আদালতের রেজিস্ট্রিতে নেই। এরপরই তাঁর আইনজীবী আদালতের কাছে বেশ কিছুটা সময় প্রার্থনা করেন। সুপ্রিম কোর্টের মতো জায়গা থেকে নথি গায়েব হওয়া নিয়ে শোরগোল পড়েছে নানা স্তরে।