সুপ্রিম কোর্টের নির্দেশ নির্ধারিত সময়েই হবে নিট ও জয়েন্ট

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নির্ধারিত সূচি মেনেই হবে চলতি বছরের নিট এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হবে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্টের জানায়, ছাত্র-ছাত্রীদের কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা যায় না। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে পরীক্ষার আয়োজন করা হবে। যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে দেশের ক্ষতি হবে। করোনা আরও এক বছর চলতে পারে।

করোনা মহামারীর দরুন নিট এবং মেডিকেল পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ১১ রাজ্যের ১১ জন পড়ুয়া। এদিন তাদের আইনজীবী আলাখ অলক শ্রীবাস্তব আদালতকে জানান, আর কিছুদিনের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে আসবে তার আগে পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হোক। তাঁর আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। নির্ধারিত সময়েই হবে পরীক্ষা।