সুখবর মেট্রো যাত্রীদের জন্যে

কলকাতা: পুজোর মুখে আজ থেকে বাড়িয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা। রাত ৯টায় মেট্রো মিলবে দুই প্রান্তের স্টেশন থেকে। ইতিমধ্যেই সিনিয়র সিটিজেনদের জন্যে পুজোর আগেই উপহার কলকাতা মেট্রোর৷ প্রয়োজন হচ্ছে না ই-পাস। শুধুমাত্র বয়সের প্রমাণ পত্র দেখিয়েই যাতায়াত করা যাবে সিনিয়র সিটিজেনরা। ৪ অক্টোবর থেকে চালু হয়েছে এই পরিষেবা।

সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১৪৬ আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলবে ১৫২টি। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ২০ মিনিট অন্তর দেওয়া হবে পরিষেবা। একই সাথে পুজোর সময় মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।