সুখবর কৃষকদের জন্য

লড়াইটা জারি ছিল অনেক আগে থেকেই, অবশেষে তা সফলতা পেল। রাজ্য কেন্দ্রের টানা পোড়েনের মধ্যে অবশেষে জয় হল রাজ্যের। খুশির খবর কৃষকদের জন্য। চাষ সংক্রান্ত ও কৃষি উৎপাদনের জিনিসপত্র কেনায় প্রয়োজনীয় পুঁজি পেলেন কৃষকরা। এই প্রয়োজনীয় পুঁজি কৃষকরা পাবেন কেন্দ্রের তরফে। এই অর্থ ঢুকতে চলেছে সরাসরি বাংলার কৃষকদের অ্যাকাউন্টে। সরাসরি ২ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে। কেন্দ্রের পিএম কিষাণ নিধির প্রকল্পের টাকা সরাসরি আসবে রাজ্যের ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেন্দ্রের এই আর্থিক সুবিধা পেতে বাংলার কৃষকদের জন্য লড়াই চালিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৯ সালে এই প্রকল্পটি চালু করে মোদী সরকার৷ এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া৷ এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকরা৷