সিবিআইয়ের প্রশ্নে চেঁচামেচি রিয়ার

আজ ফের সিবিআই জেরা রিয়াকে ।সিবিআই রিয়াকে প্রশ্ন করে, তিনি নিজেকে সুশান্তের মৃত্যুর জন্য কতটা দায়ী করেন ? রিয়ার আচমকা ব্যবহারে পরিবর্তনের ফলেই কি সুশান্তের মৃত্যু ? সিবিআই রিয়াকে এও প্রশ্ন করে, ৮ জুন বাড়ি ছাড়ার পর তিনি কি ভেবেছিলেন সুশান্ত আত্মহত্যা করতে পারে ? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে কাউকে কি সেই ভানবার কথা জানিয়েছিলেন ? সিবিআই এও জানতে চায়, সুশান্ত কি রিয়াকে কখনও বলেছিলেন, তিনি আত্মহত্যা করতে চান ? সুশান্ত মামলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রিয়া চক্রবর্তীকে ২৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

এদিন সুশান্তের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কীভাবে সুশান্তের চিকিৎসা করানো হত ? কী কী ওষুধ দেওয়া হত ? চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ দেওয়া হত কি না? চিকিৎসা খাতে কত খরচ হত? সমস্ত খরচ কি সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেই হত? কোন সময় থেকে কতদিন পর্যন্ত সুশান্তের চিকিৎসা করিয়েছিলেন রিয়া ।