সাসপেন্ড করা হল অভিযুক্ত অমিতাভ কাঞ্জিলাল কে

শিলিগুড়ি কলেজ থেকে সাসপেন্ড করা হল রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে। জানা গেছে আগামীকাল ১০ অক্টোবর থেকে সাসপেন্ড করা হচ্ছে অভিযুক্ত অধ্যাপককে। যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্তের ফয়সালা হচ্ছে ততদিন সাসপেন্ড এ থাকবেন তিনি। গত কয়েকমাস আগেই অডিও ক্লিপে এক ছাত্রীর কাছে পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতির সভাপতি এদিন কলেজের সিদ্ধান্ত জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন অভিযোগের যথার্থতা যতদিন না বিচার হচ্ছে ততদিন সাসপেন্ড অর্ডারে থাকবেন উনি।