সারা দেশে বিদায় নিয়েছে বর্ষা

অবশেষে ভারত থেকে বিদায় নিল বর্ষা। এবার অতিরিক্ত ৭ শতাংশ বৃষ্টি হয়েছে দেশে। সাধারণত ১৫ অক্টোবর বর্ষা শেষ হয়ে থাকে। দেশের বেশিভাগ জায়াগাতেই বৃষ্টি কমে গিয়েছে। তার ভিত্তিতেই বর্ষার মরশুম শেষ হয়েছে বলে ঘোষণা করল ভারতীয় আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতের ঘোষণার পরেও বৃষ্টি হয়েছে। তামিলনাডুর কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখন দক্ষিণ–পশ্চিম বায়ুর পরিবর্তে উত্তর–পূর্ব বায়ু বইছে সারা দেশে।