সাঁওতালি মাদলের তালে জলপাইগুড়িতে মহামিছিলের আয়োজন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস।

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি সহ কৃষি ও শ্রম আইন বাতিল, নদী ভাঙন এবং বন‍্যা নিয়ন্ত্রনে সুসংহত পরিকল্পনার
দাবি নিয়ে এই মহামিছিল বের করা হয় জলপাইগুড়ি শহরে।

মিছিলে‌র মধ‍্য দিয়ে কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ জানান কংগ্রেস নেতা কর্মীরা। সোমবার দুপুরে শহরের দিশারি মোড় এলাকা থেকে এই মহা মিছিল বের করে জেলা কংগ্রেস। মিছিলে অংশ নেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা দেবপ্রসাদ রায়।এছাড়া উপস্থিত ছিলেন বিদায়ী বিধায়ক ডঃ সুখবিলাস বর্মা, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, বর্তমান সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন নেতা কর্মী‌রা। মিছিলে এদিন কংগ্রেস সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।