কার্যত লকডাউনে সহায় সম্বলহীন এক মহিলা। স্বামী গিয়েছেন ভিনরাজ্যে কাজে। প্রত্যন্ত বনবস্তি এলাকায় প্লাস্টিক টাঙিয়ে কোলের দুই শিশুকে নিয়ে দিন যাপন করছেন এক মহিলা। স্বামী কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছেন। পেটের ক্ষিদে মেটাতে শাক পাতা সংগ্ৰহ করে বাজারে বিক্রি করে যা আয় হয় তাই সম্বল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা বস্তি এলাকার। এলাকার বাসিন্দা দীপ্তি ওরাও জানান ঘড় নেই ছোটো দুই কোলের শিশুকে নিয়ে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছি দীর্ঘদিন ধরে। রাতে জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে আসে মাঝেমধ্যে। সাহস জোগাড় করে ঘরের সামনে রাখা টিন জোড়ে জোড়ে বাজান। আতঙ্কে বিনিদ্র নিশিযাপন একমাত্র উপায়।
ঘটনার খবর শোনামাত্র কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ঘটনাস্থলে পৌছে দীপ্তি ওরাও এর দুঃখ দুর্দশার কথা শুনে তিনি কালচিনি ব্লক অফিস থেকে আপদকালীন তার ঘর নির্মাণের কাজ শুরু করেন। বিডিও জানান দীপ্তি ওরাও-এর ঘর নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।