সব রকম সহযোগিতা করতে রাজি গরু পাচার এবং কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত

গরু পাচার এবং কয়লাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এই পাচারচক্রের মূল পাণ্ডা তিনি৷ দীর্ঘ দিন ধরেই পলাতক অভিযুক্ত বিনয় মিশ্র৷ দীর্ঘদিন বাদে এবার তিনি জানালেন দেশে ফিরে সিবিআইকে সবরকম সহযোগিতা করতে চান। সম্ভবত ১২ জুলাই-এর মধ্যে দেশে ফিরে তদন্তে সহযোগিতা করুন বিনয়। দেশে ফিরে তদন্তে সহযোগিতা করা হলে বিনয়কে গ্রেফতার করা হবে না জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী ওয়াই জে দস্তুর। তিনি বলেন, ‘‘ইডি-র অধিকর্তার সঙ্গে কথা আমার হয়েছে। তারাও লিখিতভাবে ‘কড়া পদক্ষেপ হবে না’ এই মর্মে আশ্বাস দিতে তৈরি।’’ আগামিকাল ফের এই মামলার শুনানি হবে হাই কোর্টে।

কলকাতা থেকে পালানোর পর ২০২০-র ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে পাসপোর্ট জমা দেন বিনয় মিশ্র৷ দূতাবাস সূত্রেই জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্রে লুকিয়ে রয়েছেন গরুপাচার কাণ্ডের এই পাণ্ডা৷