দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। জটিল হচ্ছে পরিস্থিতি। ক্রমশ চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করছে করোনা। ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণের নিরিখে এ রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা। এবার নবান্ন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় কোভিড হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। শহরে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হতে পারে। কলকাতা পুরসভাকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দিল নবান্ন।
সতর্কবার্তা জারি নবান্ন তরফে
