আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের তিন তারকার পুরনো একটই ছবি পোস্ট করল। যেখানে এক সঙ্গে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়কে। আইসিসি এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ফ্যানরা নস্টালজিক হয়ে পড়েন এক ফ্রেমে সবার ক্রিকেট হিরোকে দেখার পর। ছবির ক্যাপশনে আইসিসি লেখে, “#ThrowbackThursday।” ২০০৭-এর নেট সেশনের সময়ের একটি মুহূর্তের একটি ছবি। সেই সময় ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং সাত ম্যাচের একদিনের সিরিজ খেলতে।
রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের মতো শীর্ষস্থানীয় ক্রিকেটাররা কোভিড-১৯ রেড জোনে থাকায় মুম্বইয়ে ব্যক্তিগত প্রশিক্ষণ পুনরায় শুরু করতে পারছেন না। তাঁদের আরও অপেক্ষা করতে হবে। মহারাষ্ট্র সরকার আপাতত ব্যাক্তিগত অনুশীলনের জন্য স্টেডিয়ামগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে দর্শকদের ছাড়া সবুজ ও কমলা অঞ্চলে পৃথক প্রশিক্ষণের জন্য স্টেডিয়ামগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে।
রোহিত ও রাহানের মতো শহরের বসবাসকারী শীর্ষ ক্রিকেটারদের মাঠে নামতে আরও অপেক্ষা করতে হবে। এমসিএর তিনটি স্টেডিয়াম রয়েছে – ওয়াংখেড়ে স্টেডিয়াম, বান্দ্রা কুড়লা কমপ্লেক্স এবং শহরতলির কান্দিভালির সচিন তেন্ডুলকর জিমখানা।