সক্রিয়ের থেকে সুস্থ রোগী প্রায় দ্বিগুণ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৩,৮০২। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৬,৫০৬ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। পাশাপাশি, গত ১ জুলাই থেকে এখনও পর্যন্ত মোট ২০৮,৩০৯ জন সংক্রমিত হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আপাতত দেশে ২১,৬০৪ জন মারা গিয়েছেন। তারইমধ্যে সুস্থ করোনা রোগীর সংখ্যা পাঁচ লাখের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কেন্দ্রের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ৪৯৫,৫১২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৯,১৩৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। ফলে দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.৪২ শতাংশ। পাশাপাশি, সক্রিয় আক্রান্তের সঙ্গে ব্যবধান বাড়তে বাড়তে সুস্থ রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার পথে। ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ২৭৬,৬৮৫।