সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

নয়াদিল্লি: করোনা ভাইরাস ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫,৭৬০ জন। ফলে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩.১ লক্ষকেও ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ২৫,২৩,৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। মোট করোনা সংক্রমণের বেশীরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭,১৮,৭১১ জন। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।