জার্মানিকে টপকে ভারতের সংক্রমণ ছুঁল ১ লক্ষ ৮৫ হাজার। ইউরোপের ওই দেশে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৩ হাজার। পরিসংখ্যান বিচারে বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় একধাপ ওপরে উঠল ভারত। বিশ্বের মোট সংক্রমিতের হিসেবে এখন অষ্টম স্থানে ভারত। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পর্যন্ত ভারতে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৫ হাজার ৩৯৮ জন। এই তালিকায় একদম ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশে মোট সংক্রমিত ১৮ লক্ষ। দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট সংক্রমিত ৫ লক্ষের বেশি। তারপরেই আছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশে মোট সংক্রমিত প্রায় ৪ লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৮,৩৮০ জন সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিক বিচারে এই সংক্রমণ সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ১৯৩। এই সংখ্যা ধরলে ভারতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল।