Homeদেশসংক্রমণের আশঙ্কায় গাজিয়াবাদ-দিল্লি সীমান্ত সিলদেশসংক্রমণের আশঙ্কায় গাজিয়াবাদ-দিল্লি সীমান্ত সিল editorApril 21, 2020 দিল্লি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সীমান্তবর্তী প্রধান হাইওয়েতে মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল বিরাট ট্র্যাফিক জ্যাম। দুই রাজ্যের সীমান্ত সিল করে দেওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই ক্রমশ বড় হচ্ছে জ্যাম। দিল্লি থেকে আগত ছ’জনের শরীরে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ধরা পড়ার পর গাজিয়াবাদের জেলাশাসক অজয়শঙ্কর পাণ্ডে সোমবারই নির্দেশ দেন সীমান্ত দিয়ে কোনও রকমের চলাচল বন্ধ করার। জাতীয় বিপর্যয় আইন ২০০৫ অনুসারে ওই নির্দেশ দেওয়া হয়। Previous Postকরোনা সংক্রমণের বিষয়ে জানতে “পুল টেস্টিং” শুরু করছে রাজ্য Next Postকেন্দ্রের করোনা প্রতিনিধি দল নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়