সংকটের কথা মাথা রেখে দাম কমাল দুই সংস্থাই

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। তাই ভ্যাকসিন-সঙ্কট কাটাতে সেরাম ইনস্টিটিউটের পর এবার কেন্দ্রের আরজিতে ইতিবাচক সাড়া দিল ভারত বায়োটেক। টিকাকরণ অভিযান শুরুর ঠিক আগে সংস্থা জানিয়ে দিল আরও কম দামে কোভ্যাক্সিন পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলির কাছে। জানিয়ে দেওয়া হল, ৬০০ নয়, এবার রাজ্যগুলি ৪০০টাকার বিনিময়েই প্রতি ডোজ কোভ্যাক্সিন পাবেন, বিজ্ঞপ্তি জারি করে ভারত বায়োটেক জানাল। দেশের সংকটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।