শ্যুটিং সেরেছিলেন তাও হল না রিয়ার কামব্যাক

প্রযোজক আনন্দ পন্ডিতের বহু প্রতীক্ষিত ছবি ‘চেহেরে’ মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল। মুক্তি পেল টিজার। ছবিটি পরিচালনা করেছেন রুমী জাফরি। ‘চেহেরে’ – তে রয়েছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমী। টিজার মুক্তির পর থেকেই চর্চা শুরু হয়েছে। এই ছবির ওতোপ্রোত অংশ রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় জড়িয়ে পড়বার পর এই ছবির সঙ্গেই বলিউডে কামব্যাক করবার কথা ছিল রিয়ার, তবে সেই পরিকল্পনা যে বেজায় ধাক্কা খেয়েছে রিয়া।