চোখের জলে বিদায় জানানো হলো তাপস বর্মনকে । শিলিগুড়ির ডাবগ্রামের স্বশস্ত্র পুলিশ লাইনে আজ মরদেহ নিয়ে আসা হয় এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুলিশের আইজি ডিজি সহ পুলিশ আধিকারিকরা ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ভোরে কলকাতা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যান স্বশস্ত্র বাহিনীর পুলিশ অফিসার দেবশ্রী চ্যাটার্জি সহ তিনজন । তাপস বর্মন ওই পুলিশ অফিসারের দেহরক্ষী ছিলেন । তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জের ফুলবাড়ি এলাকায় ২০১০ সালে পুলিশে স্বশস্ত্র বাহিনীতে যোগ দেন। স্ত্রী সহ তার এক ৩ বছরের সন্তান রয়েছে ।
জানা যায় কলকাতা যাওয়ার পথে সকাল ছয়টা নাগাদ হলদিয়ার কাছাকছি ওই গাড়িটি একটি বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । ঘটনাস্থলে মারা যান পুলিশ অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান দেহ রক্ষী তাপস বর্মন ও গাড়ির চালক মনোজ সাহা । আজ শিলিগুড়ি পুলিশ লাইনে তাপস বর্মনের মরদেহ আনলে শেষ শ্রদ্ধা জানান তাপসের বাবাও ।