আমার বিদেহী আত্মায় শেষ শ্রদ্ধা জানাতে তুমি হাতে রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়িয়ে আছো আমার মৃতদেহের পাশে।
তোমার চোখের কোণে চিক চিক করে উঠছে জল,
ঠোঁট কেঁপে উঠছে ঘন ঘন।
কিছু কি বাকি থেকে গেছে এখনো?
আমিতো গোটা বিশ্ব চাইনি তোমার কাছে,শুধু তোমার অন্ধকারটুকু…
তুমি তবু ফিরিয়েই দিলে।
দেখো আজ কেমন আলো মেখে শুয়ে আছি,
কাছে এসো,নিংড়ে নাও
এযাবৎ যত আলো জমা করেছি,
শেষদেখা হলে সবই তোমায় দিয়ে যাবো বলে।
………………..পারমিতা দে(দাস)