শুরু হল নতুন পর্ব

প্রকাশ পেয়েছে ফলাফল। এবার সূচনা হল নয়া অধ্যায়ের। চেষ্টা শুরু হয়েছিল অনেক আগেই। চলছিল জল্পনাও। কিন্তু ফল মিললো দীর্ঘ ১০ বছরের প্রচেষ্টার পর। এবারের তামিলনাড়ু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। চেন্নাইয়ের রাজভবনে শপথবাক্য পাঠ করেন স্ট্যালিন। এছাড়াও ৩৩ জন মন্ত্রী আজ শপথ বাক্য পাঠ করেছেন। আশ্বাস দেন, ক্ষমতায় আসার পর সাধারণের জন্যই কাজ করবে তাঁর দল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডিএমকে। স্ট্যালিনের ক্যাবিনেটে ১৫টি নতুন মুখের দেখা মিলবে এ বছর। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর ফের ক্ষমতায় ফিরল ডিএমকে।